পৌর নির্বাচনে প্রার্থী ১৩৬৮৯ জন

পৌর নির্বাচনে প্রার্থী ১৩৬৮৯ জন
নিউজ ডেস্কঃ আসন্ন পৌরসভা নির্বাচনে মোট মনোনয়নপত্র দাখিল করেছেন ১৩ হাজার ৬শ' ৮৯ জন প্রার্থী। এরমধ্যে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য এক হাজার ২২৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ হাজার ৪৬৬ জন। শুক্রবার রাতে নির্বাচন কমিশনের উপসচিব সামসুল আলম এ তথ্য জানান। তিনি জানান, দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মেয়র পদে মোট এক হাজার ২২৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। আর সাধারণ কাউন্সিলর পদে নয় হাজার ৭৯৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দুই হাজার ৬৬৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপসচিব সামসুল আলম আরও জানান, শনি ও রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। ১৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এরপর ৩০ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে।

Post a Comment

Previous Post Next Post