স্পোর্টস ডেস্কঃ কোপা ডেল রেতে কাদিজের বিপক্ষে ম্যাচে রিয়ালের হয়ে নেমেছিলেন রুশ উইঙ্গার ডেনিস চেরিশেভ, গোলও পেয়েছিলেন। কিন্তু গত বছর ভিয়ারিয়ালের হয়ে খেলার সময় তিনটি লাল কার্ড পাওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা ছিল তার ওপর। কিন্তু নিয়ম ভঙ্গ করে নিষিদ্ধ এক খেলোয়াড়কে মাঠে নামানোর কারণে কোপা ডেল রে থেকে রিয়াল মাদ্রিদকে এবার নিষিদ্ধ করা হয়েছে। খবর গোল ডটকম। শুক্রবার এই স্প্যানিশ কাপ থেকে নিষিদ্ধ করা হয় গ্যালাকটিকোদের। এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়েন, রিয়াল যদি নিষিদ্ধ হয়, তাহলে তারা যাবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। খেলার জন্য যোগ্য নয় এমন খেলোয়াড়কে মাঠে নামানোর শাস্তি ওই দলকে টুর্নামেন্ট থেকেই বহিষ্কার করা। নিষেধাজ্ঞা প্রাপ্ত রিয়ালের খেলোয়াড় ডেনিস চেরিশেভকে মাঠে নামানোয় এবং সে গোল পাওয়ায় রিয়ালের বিরুদ্ধে রিপোর্ট করেছে কাদিজ। বিরুদ্ধে কাদিজের করা অভিযোগের পক্ষেই রায় দিলেন এফইএফের কম্পিটিশন কমিটির প্রধান ফ্রান্সিসকো রুবিও। এর আগে দুই বছর আগে এমন কাজ করেই কোপা ডেল রে থেকে নিষিদ্ধ হয়েছিল কাতালান ক্লাব এসপানিয়ল। প্রসঙ্গত, বুধবার দিবাগত রাত ৩টায় শুরু হওয়া ম্যাচে কাদিজের মাঠে ৩ মিনিটেই গোলের দেখা পায় রিয়াল। দলটির হয়ে গোল করেন ডেনিস চেরিশেভ। তার গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় বেনিতেজের শিষ্যরা। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে ইসকোর গোলে ব্যবধান দ্বিগুণ হয় রিয়ালের। ৭৪ মিনিটেন ইসকো জোড়া গোল পূর্ণ করলে ব্যবধান হয় ৩-০। ম্যাচের ৮৮ মিনিটে কাদিজের মিডফিল্ডার কিকে একটি গোল শোধ করেন।
