নিউজ ডেস্কঃ নেতাকর্মীদের আটক, ভোট কারচুপি, কেন্দ্র দখলসহ বিভিন্ন বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার প্রেসকাবে এই সংবাদ সম্মেলন করা হয়। গত সোমবার (২৮ ডিসেম্বর) বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের আটকের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ নাসের রহমান লিখিত বক্তব্যে বলেন, আওয়ামী লীগ পরাজয় জেনে আমাদের সক্রিয় নেতাকর্মীদের কোন মামলা ছাড়াই আটক করে ৫৪ ধারায় আদালতে হাজির করছে। এতে করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। তিনি অভিযোগ করে বলেন, শুধু তাই নয়, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ধরে মারপিট করে থানায় সোপর্দ করছে। যা এর আগে মৌলভীবাজারে কখনও হয়নি। তিনি বলেন, আমরা মনে করছি মৌলভীবাজার সদর পৌরসভার সকল কেন্দ্র অর্থাৎ ১৪টিই এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এরমধ্যে আওয়ামীলীগ প্রার্থীর বড়হাট আবু শাহ মাদ্রাসাসহ ৩টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। তাই আমরা এসব কেন্দ্রে সাংবাদিকদের সর্বক্ষণ উপস্থিতি কামনা করছি। নেতাকর্মীরা যাতে নির্বাচনে কাজ না করতে পারে সেলক্ষ্যে ছাত্রলীগ ও যুবলীগ মারধোর করে সোমবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত নুরুল আলম নোমান, মারুফ আহমদ, সৈয়দ ফয়ছল আহমদ, শিপন মিয়া, রেজাউল আহমদ, ফয়েজ আহমদ, সায়েদ মিয়া, রেজু মিয়া, আব্দুছ সালাম, মযনুল বক্স এই ১০জন নেতাকর্মীকে বিনা মামলায় আটক করে থানা হাজতে রাখা হয়েছে। এছাড়া ৫৪ ধারায় আদালতে এদের মধ্যে অনেককেই পাঠানো হয়েছে। নাসের রহমান বলেন, যদি তাদের বিরুদ্ধে মামলা থাকতো তাহলে কেন ৫৪ ধারায় পুলিশ তাদেরকে আদালতে পাঠালো ? তিনি আরও বলেন, আওয়ামী লীগ দাবি করছে তারা ২৩৪টির মধ্যে ২০০টি পৌরসভায় তারা জয়লাভ করবে। আমি বলবো এটি তাদের অলীক দাবি। আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইতিমধ্যে আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি। সাংবাদিক ভায়েরা, আমি অনুরোধ রাখছি যে, আগামীকাল ৩০ ডিসেম্বর আমরাও প্রতিটি কেন্দ্রতে উপস্থিত থাকবো। আপনারাও নিরপেক্ষ থেকে নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে কিনা তা সরেজমিন প্রত্যক্ষ করবেন। আর আমরা (জেলা বিএনপি) আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানী, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বিএনপি সদর পৌরসভায় মেয়র প্রার্থী অলিউর রহমান, মোশাররফ হোসেন বাদশা, ইউসুফ আলী, ফখরুল ইসলাম, এম ইদ্রিছ আলী, মতিন বক্স, জাকির হোসেন উজ্জল প্রমুখ।
