পৌর নির্বাচনকে ঘিরে স্থানীয় অর্থনীতিতে বেড়েছে অর্থ প্রবাহ

পৌর নির্বাচন
নিউজ ডেস্কঃ আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে নগদ অর্থের প্রবাহ বেড়েছে স্থানীয় অর্থনীতিতে। চলতি মাসে স্থানীয় চায়ের দোকান, ডেকোরেটর থেকে শুরু করে ছাপাখানাগুলোতেও আয় বেড়েছে উল্লেখযোগ্য হারে। এতে সাময়িক মূল্যস্ফীতি বাড়ার সম্ভাবনাও রয়েছে সংশ্লিষ্ট এলাকাগুলোতে। তবে নির্বাচনের পর প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন বাস্তবায়ন হলেই তা জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। চায়ের কাপ থেকে এখন সারাদেশে উত্তাপ ছড়াচ্ছে পৌর নির্বাচন। প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীদের কর্মী-সমর্থকদের ভিড় বেড়েছে স্থানীয় চায়ের দোকানগুলোতে। এতে আগের তুলনায় বিক্রি বেড়েছে চা, বিস্কিট, কোমল পানীয়সহ বিভিন্ন খাদ্যপণ্যের। নির্বাচনী প্রচারণায় বহুল ব্যবহৃত পোস্টার আর লিফলেটের ডিজাইনও চলছে পুরোদমে। ব্যস্ততা আর আয় দুটোই বেড়েছে ছাপাখানাগুলোতে। অন্য যেকোনো সময়ের তুলনায় ভিড় বেড়েছে ডেকোরেটরের দোকানেও। ব্যাটারি, মাইক আর মাইক্রোফোন ভাড়া নিয়ে গান আর ছন্দের সুরে চলছে নির্বাচনী প্রচারণা। নির্বাচনে ফলাফল ঘোষণার পরপরই বিজয়ী প্রার্থীর কর্মী-সমর্থকরা ভিড় জমান মিষ্টির দোকানে। তাই মিষ্টির বাড়তি বিক্রি নিয়ে আশাবাদী বিক্রেতারাও। এদিকে, নির্বাচনী আচরণবিধি না মেনে নির্ধারিত ব্যয়সীমার অতিরিক্ত খরচ হচ্ছে বলেই স্থানীয় পর্যায়ে অর্থের প্রবাহ বেড়েছে বলে মনে করছেন সিপিডি'র অতিরিক্ত গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ ড. গোলাম মোয়াজ্জেম।

Post a Comment

Previous Post Next Post