কুলাউড়ার আদিলসহ ৪ জন মোগলাবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত

কুলাউড়ার আদিলসহ ৪ জন মোগলাবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত
স্টাফ রিপোর্টারঃ শ্রীমঙ্গল থেকে এক বন্ধুর ফোন পেয়ে ওই বন্ধুর আত্মীয়র জীবন বাঁচাতে রক্ত দিতে সিলেট থেকে রওয়ানা হয়েছিলেন পাঁচ বন্ধু আদিল, ধ্রুব, সঞ্জীব, সুদীপ ও আকৃতি। কিন্তু ফেরার পথে তাঁদের মধ্যে চারজনের জীবনের পরিসমাপ্তি ঘটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। গুরুতর আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন অপরজন। শনিবার দিবাগত রাত (রোববার) আনুমানিক দুইটার দিকে দক্ষিণ সুরমার মোগলবাজারে ট্রাকের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে মর্মান্তিকভাবে প্রাণ হারান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা আদিল চৌধুরী (৩৪), সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাইস্থ পূবালী ব্যাংক শাখার কর্মকর্তা ধ্রুব জ্যোতি দাস (৩৬),  প্রকৃতি (৩২) ও সঞ্জিব (৩০), আহত হয়েছেন সুদীপ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত (রোববার) দিকে যাত্রীবাহী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১১-১২১২) সিলেটের দিকে আসছিল। এ সময় মাল বোঝাই ট্রাক (মৌলভীবাজার ন-১১-০১০৮) প্রাইভেট কারটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার যাত্রী ধ্রুব ও আদিল মারা যান। এছাড়াও সঞ্জীব ও আকৃতি ওসমানী হাসপাতালে নেয়ার পর মারা যান। মোগলবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা খাইরুল ফজল জানিয়েছেন দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ইতিমধ্যে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে ট্রাকের চালক ও হেল্পার পালিয়ে গেছে।
 

Post a Comment

Previous Post Next Post