নিউজ ডেস্কঃ সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে হেলিকপ্টারযোগে এসে পৌছেঁছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। শনিবার (২৬ ডিসেম্বর) বেলা পৌনে ১টায় সিলেট এসে পৌঁছান তিনি। এসময় রাষ্ট্রপতিকে স্বাগত জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জাতিসংঘ স্থায়ী মিশনের সাবেক রাষ্ট্রদূত ড. আব্দুল মোমেন প্রমুখ। রাজনীবিদ হিসেবে বহুবার এলেও রাষ্ট্রপতি হবার পর সিলেট আসা হয় নি আব্দুল হামিদের। জানা গেছে এই সফরে তিনি হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) এর মাজারও জিয়ারত করবেন।
