অবশেষে খুললো ফেসবুক

অবশেষে খুললো ফেসবুক
নিউজ ডেস্কঃ অবশেষে খুলে দেয়া হলো ফেসবুক। তবে দেশের নিরাপত্তার স্বার্থে বন্ধ থাকবে হোয়াটসঅ্যাপ, ভাইবারসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। সম্প্রতি দুই বিদেশি নাগরিক হত্যা এবং পুলিশের তল্লাশি চৌকিতে একাধিকার সন্ত্রাসী হামলার পর দেশের নিরাপত্তার স্বার্থে জঙ্গি ও সন্ত্রাসীদের যোগাযোগের পথ বন্ধ করতে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। এরপর একাত্তরের দুই শীর্ষ যুদ্ধাপরাধী সাকা-মোহাম্মদের মৃত্যুদণ্ড কার্যকরের আগে ১৮ নভেম্বর এসব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেয়া হয়। অবশেষে দীর্ঘ ২২ দিন পর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক খুলে দেয়ার ঘোষণা দেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী।টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, 'সরকারের নির্দেশনা এই মাত্র আমার হাতে এসেছে। জনগণের সুবিধার জন্য ফেইসবুক খুলে দিচ্ছি।' তবে ভাইবার, হোয়াটসঅ্যাপসহ বন্ধ থাকা অন্যান্য মোবাইল অ্যাপগুলোর বিষয়ে ‘পরে সিদ্ধান্ত হবে’ বলে জানান তিনি। তারানা আরও বলেন, “জননিরাপত্তার হুমকির মাত্রা যে ধরনের ছিল, সেই মাত্রা অনেকটাই কমে এসেছে। বাকি অ্যাপগুলো যদি কন্ট্রোল করি- হুমকি কন্ট্রোলে রাখতে পারব বলে আশা করছি। যে মাত্রায় নিরাপত্তা সমস্যা হচ্ছিল তা অনেকটাই কমে এসেছে। তাই ফেইসবুক খুলে দিতে পেরেছি।” এরপরই সাংবাদিকদের সামনেই বিটিআরসি চেয়ারম্যানকে ফোন করে ফেইসবুক খুলে দেয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তবে, নিরাপত্তার স্বার্থে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগের মতোই বন্ধ থাকবে বলে জানান প্রতিমন্ত্রী।

Post a Comment

Previous Post Next Post