সাংবাদিক আব্দুল বাছিত বাচ্ছুর বড়বোন স্বাস্থ্যকর্মী লুৎফুনেচ্ছা আর নেই

সাংবাদিক আব্দুল বাছিত বাচ্ছুর বড়বোন স্বাস্থ্যকর্মী লুৎফুনেচ্ছা আর নেই
স্টাফ রিপোর্টার: কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সকালের খবর ও ঢাকা টাইমস্রে জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল বাছিত বাচ্ছুর বড়বোন অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী লুৎফুনেচ্ছা বেগম আর নেই। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সাধনপুর গ্রামে নিজ বাড়ীতে ৬০ বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বিকেল ৪টায় স্থানীয় কাউকাপন শাহ্ মকদুল (র.) এর মাজার প্রাঙ্গনে জানাযা শেষে তকে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মবশ্বির আলী, কুলাউড়া বিআরডিবির ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সদস্য শাইস্তা মিয়া, আসুক মিয়া, মনিরুজ্জামান, মশাহিদ আলীসহ এলাকার বিভিন্ন স্তরের মানুষ। 

শোকপ্রকাশ: সাংবাদিক আব্দুল বাছিত বাচ্ছুর বোনের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবদেনা জ্ঞাপন করেছেন সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান, সাবেক এমপি ও ঠিকানা গ্রুফের চেয়ারম্যান এমএম শাহীন, কুলাউড়া উপজেলা চেয়াম্যান আসম কামরুল ইসলাম, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী, মৌলভীবাজার সাংবাদিক সমিতির সভাপতি হুমায়েদ আলী শাহীন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক এম. মছব্বির আলী, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মেয়াজ্জেম সাজু, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, প্রিয় কুলাউড়ার সহ-সম্পাদক মোঃ নাজমুল বারী সোহেল, মানবকণ্ঠ ও বাংলামেইল প্রতিনিধি সেলিম আহমেদ, ভোরেরপাতা প্রতিনিধি আব্দুল আহাদ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post