স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া পৌর নির্বাচনে বিধি বহির্ভূত শোডাউন করায় কাউন্সিলর পদপ্রার্থী লোকমান আলীর তিনজন সমর্থককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ. লোকমান আলীর সমর্থকেরা ওই ওয়ার্ডে অর্ধশতাধিক লোকজন নিয়ে বিধি বহির্ভূত শোডাউন করার সময় তাঁর তিন সমর্থক কটু মিয়া, কনর মিয়া ও সিহাব উদ্দিনকে ১০হাজার টাকা করে মোট ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে। কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন জরিমানার সত্যতা নিশ্চিত করে জানান, “অভিযান অব্যাহত আছে”।
