খ ক জাফরঃ বাঙালি জাতীয়তাবোধের চেতনায় উজ্জীবিত হয়ে সবাই নিজ বাড়ি অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে পতাকা দিয়ে সুসজ্জিত করছেন। বাড়ির ছাদ, প্রাইভেট কার, বাইক, রিকশা বা সাইকেলের সামনে, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান, কোথাও পতাকা লাগানোর বাকি নেই। কারণ একদিন পার হলেই মহান বিজয় দিবস। এর ফলে এই ১টি মাসকে কেন্দ্র করে মৌসুমি পতাকা বিক্রেতাদের মুখে ফুটেছে সুখের হাসি। বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে বেশিরভাগ নিম্ন আয়ের শ্রমজীবি মানুষ বেশি লাভের আশায় মৌসুমি ব্যবসা হিসাবে পতাকা বিক্রি করছেন। এক পতাকা বিক্রেতা আব্দুল কাদির, তিনি জানান, প্রতি বছরের ডিসেম্বর মাস আসলেই পতাকা বিক্রি বেড়ে যায়। আর এ সময় অন্যান্য কাজেরও চাপ কম থাকে। দিনে ২৫ থেকে ৩০ টা বড় পতাকা বিক্রি করতে পারলেই ভাল মুনাফা হয়।
