স্টাফ রির্পোটারঃ কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে শুরু হয়েছে টিভি এন্ড টিভি ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার (১২ ডিসেম্বর) ইউনিয়নের হোসেনপুর জামতলা ফুটবল মাঠে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রভাষক সিপার উদ্দিন আহমদ। সোশ্যাল ট্রাস্ট ভাটেরার আয়োজনে খেলা পরিচালনা কমিটির সভাপতি মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও স্যোসাল ট্রাস্ট ভাটেরার সভাপতি রাহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোঃ সিরাজ মিয়া, ভাটেরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আকমল আলী সিদ্দেকী, ভাটেরা জাতীয় পার্টির সভাপতি মোঃ আকমল হোসেন, ক্রীড়া সংগঠক আবুল কালাম তছন, অ্যাড. তোফায়েল আহমদ সবুজ, ক্রীড়া সংগঠক আজিম উদ্দিন, সোহেল আহমদ, ভাটেরা উষার আলোর সম্পাদক নোমান আহমদ প্রমুখ। টুর্নামেন্টে ২২টি টিম অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় অংশ নেয় ভাটেরা ইয়াং স্টার ক্লাব ও ব্রাহ্মণবাজার ইউনিটি ক্লাব। উদ্বোধনী খেলা পরিচালনা করেন অ্যাম্পায়ার একরামুল হক চৌধুরী ও অ্যাম্পায়ার জাহাঙ্গীর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোশ্যাল ট্রাস্টের সাধারণ সমপাদক সুলতান আহমদ, রুবেল আহমদ তালুকদার, জুবেল আহমদ, আতিক আহমদ, তালুকদার সুমন, সেলিম আহমদ, এমরানুল হক সোহেল, বুরহান উদ্দিন, সংবাদকর্মী শাকিল সিদ্দিকি খালেদ, সাইফুল ইসলাম রুকন প্রমুখ।