শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত কোটি টাকার স্বর্ণ উদ্ধার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত কোটি টাকার স্বর্ণ উদ্ধার
নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪ কেজি সোনার বার উদ্ধার করা হয়েছে। জব্দ করা সোনার বারের মূল্য প্রায় সাড়ে সাত কোটি টাকা। শুল্ক বিভাগ জানায়, একটি বিমানের ভেতর ১২০টি বার পাওয়া যায়। এ ঘটনায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে আসা আরএক্স ৭৮৩ বিমানটি জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে শুল্ক বিভাগের একটি গোয়েন্দা দল এগুলো উদ্ধার করে। কুয়ালালামপুর থেকে রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স ৭৮৩ নম্বর ফ্লাইট যা সকাল ৮টা ১৬ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে সেটি হতে এই স্বর্ণ উদাধার করা হয়। ঢাকা শুল্ক বিভাগের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জানান, শুক্রবার সকাল আটটা ১৬ মিনিটে হযরত শাহজালালে অবতরণ করে । গোয়েন্দা সদস্যরা এর ভেতরে তল্লাশি চালিয়ে সিট কভারের নিচ থেকে ওই সোনার বারগুলো উদ্ধার করেন। তিনি আরো জানান, এ ঘটনায় বিমানটিকে জব্দ করা হয়েছে। তবে এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা কিভাবে মামলা হবে তা প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

Previous Post Next Post