লাউয়াছড়া বনে বাঘ অবমুক্ত

লাউয়াছড়া বনে বাঘ অবমুক্ত
স্টাফ রিপোর্টার: বন ও পরিবেশ সচিব কামাল উদ্দিন আহমদ বলেছেন, বন্য প্রাণী আমাদের প্রকৃতিরই অংশ, তাই প্রকৃতিকে রক্ষা করতে হলে বন্যপ্রাণীকে রক্ষা করতে হবে। আর বন্য প্রাণীকে রক্ষা করতে হলে বনাঞ্চলকে রক্ষা করতে হবে। ৫ অক্টোবর বৃহস্পাতিবার বিকেলে লাউয়াছড়া বনে একটি মেছোবাঘ অবমুক্তকালে তিনি এ কথা বলেন। লাউয়াছড়া বনে এ বন্যপ্রাণী অবমুক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান বন সংরক্ষক তরিকুল ইসলাম, সিলেট বিভাগীয় বন সংরক্ষক আর এস মনিরুল ইসলাম, বিভাগীয় বন সংরক্ষক বন্যপ্রাণী মিহির কুমার দো, এসসিএস রাজেস চাকমা, এসিএফ তবিবুর রহমান ও সিলেটের সাংবাদিক চেরাগ আলী প্রমূখ। পরে বন সচিব লাউয়াছড়া বন পরিদর্শন করেন এবং এই সমৃদ্ধ বন রক্ষায় বন বিভাগের পাশাপাশি তিনি স্থানীয় জনগনকেও এগিয়ে আসার আহব্বান জানান।

Post a Comment

Previous Post Next Post