স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি লেগের ম্যাচে বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হয় কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে। বাংলাদেশকে নিরাপদ না ভাবায় এমন নজরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করে স্বাগতিক বাংলাদেশ। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে অস্ট্রেলিয়া। ম্যাচের ৫ মিনিট ৪৮ সেকেন্ডে অস্ট্রেলিয়ার হয়ে গোলটি করেন টিম কাহিল। দ্বিতীয় এবং তৃতীয় গোলও করেন তিনি। ম্যাচের ৩২ মিনিটে কাহিলের হাতে লেগে গোলটি হলেও রেফারির চোখ এড়িয়ে যায় সেটি। ম্যাচের ৩৭ মিনিটে তৃতীয় গোলটি করেন তিনি। ম্যাচের প্রথমার্ধের অন্তিম মুহুর্তে ৪৩ মিনিটে দুর্দান্ত গোল করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিলে জেডিনাক। বিরতির পর বেশ কয়েকবার আক্রমণ করলেও বাংলাদেশের কড়া ডিফেন্সে দ্বিতীয়ার্ধে কোনো গোল করতে পারে নি। বাংলাদেশ বেশ কয়েকবার আক্রমণ করে কিন্তু সব চেষ্টাই বিফলে যায়। শেষ পর্যন্ত আর কোন গোল ২ দলের কেউ করতে না পারায় ৪-০ গোলে জয়ের স্বাদ পায় অস্ট্রেলিয়া। এশিয়া অঞ্চলের 'বি' গ্রুপে অস্ট্রেলিয়া অন্যতম ফেভারিট। এর আগে বাংলাদেশের সাথে প্রথম লেগের খেলায় অস্ট্রেলিয়ার মাটিতে ৫-০ গোলে জিতেছে তারা। প্রসঙ্গত, ফিফার বিশ্ব র্যা ঙ্কিংয়ে বাংলাদেশ ১৮০তম স্থানে। আর ৬০ নম্বর অস্ট্রেলিয়া। চারবার বিশ্বকাপ খেলেছে অস্ট্রেলিয়া।
