কুলাউড়ায় ভ্রাম্যমান আদালতে বিবাহ নিকাহ রেজিস্টারের জরিমানা

কুলাউড়ায় ভ্রাম্যমান আদালতে বিবাহ নিকাহ রেজিস্টারের জরিমানা
নিউজ ডেস্কঃ কুলাউড়া পৌরসভার বিবাহ নিকাহ রেজিস্টার(কাজী) রফিকুল ইসলাম (৪৩)কে নাবালিকা মেয়ের বিবাহ রেজিস্ট্রেশন করার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসানের নেতৃত্বে কুলাউড়া উপজেলা শহরে ১৭ নভেম্বর মঙ্গলবার বিকেল ৩ টায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমান করা হয়। কাজী রফিকুল কুলাউড়া পৌরসভার জয়পাশা গ্রামের মৃত হাজী আসন মিয়ার ছেলে । উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানাযায়, কুলাউড়া পৌরসভা রেজিস্ট্রেশন প্রাপ্ত কাজী মোঃ রফিকুল ইসলাম ভূকশিমইল ইউনিয়নের নাবালিকা মেয়ের বিবাহ রেজিস্ট্রেশন করায় মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, অফিস সহায়ক মোঃ রুবেল আহমদ ও মোঃ পিয়ার আলী প্রমুখ ।

Post a Comment

Previous Post Next Post