নিউজ ডেস্কঃ কুলাউড়া পৌরসভার বিবাহ নিকাহ রেজিস্টার(কাজী) রফিকুল ইসলাম (৪৩)কে নাবালিকা মেয়ের বিবাহ রেজিস্ট্রেশন করার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসানের নেতৃত্বে কুলাউড়া উপজেলা শহরে ১৭ নভেম্বর মঙ্গলবার বিকেল ৩ টায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমান করা হয়। কাজী রফিকুল কুলাউড়া পৌরসভার জয়পাশা গ্রামের মৃত হাজী আসন মিয়ার ছেলে । উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানাযায়, কুলাউড়া পৌরসভা রেজিস্ট্রেশন প্রাপ্ত কাজী মোঃ রফিকুল ইসলাম ভূকশিমইল ইউনিয়নের নাবালিকা মেয়ের বিবাহ রেজিস্ট্রেশন করায় মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, অফিস সহায়ক মোঃ রুবেল আহমদ ও মোঃ পিয়ার আলী প্রমুখ ।
