নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে ২১ নভেম্বর শনিবার বখতুনন্নেছা সিদ্দিকী (৬০) নামক এক বৃদ্ধার রহস্যময় মৃত্যু হয়েছে। তবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকান্ড বলে স্থানীয় লোকজনের ধারণা। স্থানীয় সুত্রে জানা যায়, বরমচাল ইউনিয়নের ইটাখলা গ্রামে একটি টিনশেড বাড়িতে বসবাস করতেন বৃদ্ধা বখতুনন্নেছা সিদ্দিকী (৬০)। দুপুরের দিকে গরু চরাতে গিয়ে রাখালরা একটি গাছের সাথে লাশ অর্ধঝুলা অবস্থায় দেখে চিৎকার করে। রাখালদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে। বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমানের নেতৃত্বে পুলিশ বৃদ্ধার লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃদ্ধার লাশ ঘর থেকে প্রায় ২০ হাত দুরে একটা গাছের নিচে নিয়ে গাছের ডালে ঝুলানোর চেষ্টা করা হয়েছে। তাছাড়া গলায় ওড়না পেছিয়ে আগেই হত্যা করা হয়েছিলো বলে মনে হয়েছে। বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান জানান, দুই ছেলে সন্তানের জননী নিহত বৃদ্ধা বখতুনন্নেছা সিদ্দিকী। এক ছেলে মঈন উদ্দিন সংযুক্ত আরব আমিরাতে এবং অন্য ছেলে সালাউদ্দিন সিলেটের মোগলাবাজারে চাকুরি করে। বৃদ্ধার অবস্থা দেখে মনে হয়েছে, কেউ পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে লাশের ময়না তদন্তের পর লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করে।
