সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম সিরাজের পিতার মৃত্যু

সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম সিরাজের পিতার মৃত্যু
স্টাফ রিপোর্টার : বৈশাখী টেলিভিশন ও দৈনিক ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি এবং সাপ্তাহিক মৌমাছি কন্ঠের সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজের পিতা শেখ মাসুক মিয়া ২০ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টায় শহরের শেখেরগাঁওয়ের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ……….রাজিউন)। শুক্রবার বাদ আছর মৌলভীবাজারস্ত দক্ষিণ বরকাপন জামে মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে মরহুমের পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৫ মেয়ে ২ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আতœীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, মৌলভীবাজার জেলা সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন ও সাধারণ সম্পাদক আনহার আহমদ সমশাদ, সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেদা রব্বানী, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাসটিজ এর সভাপতি কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক নাহিদ আহমদ। এ ছাড়া কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও রাজনগরের প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক্র মিডিয়া র্জানালিষ্ট এসোসিয়েশন (ইমজা) সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জের নেতৃবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post