কুলাউড়া ফুটবল একাডেমীর পক্ষ থেকে প্রবাসী আজাদ আহমদকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টারঃ  কুলাউড়া ফুটবল একাডেমীর পক্ষ থেকে প্রবাসী কমিউনিটি নেতা, ইউনাইটেড রয়েল্স ক্লাবের বোর্ড চেয়ারম্যান মো. আজাদ আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্র মিলনায়তনে কুলাউড়া ব্যাডমিন্টন প্লেয়ার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ইমনের সভাপতিত্বে এবং তরুণ সংগঠক ও সংবাদকর্মী মাহফুজ শাকিলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল হান্নান, বিএম শাখার প্রভাষক সজীব কুমার ভৌমিক, ক্রীড়া শিক্ষক মো. আবুল কাশেম, প্রবাসী কমিউনিটি নেতা, রাশিদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন আনু, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক এম মছব্বির আলী, প্রবাসী সাংবাদিক হাবিবুর রহমান ফজলু, প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ইউনাইটেড রয়েল্স ক্লাবের বোর্ড চেয়ারম্যান মো. আজাদ আহমদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফুটবল একাডেমীর পরিচালক খন্দকার সাইফুর রহমান আফজল। এছাড়া উপস্থিত ছিলেন কুলাউড়া ব্যাডমিন্টন প্লেয়ার্স এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সংগঠক রাজু মজুমদার, আমিনুল ইসলাম ইমন, পায়েল আহমদ, ইউনাইটেড রয়েল্স ক্লাবের সাধারণ সম্পাদক মোশারফ সুমন, উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক শামছুল ইসলাম, সংগঠক রবিউল সানি, সাইফুল ইসলাম, মিলন আহমদ প্রমুখ। অনুষ্ঠান শেষে কুলাউড়া ফুটবল একাডেমীর পক্ষ থেকে প্রবাসী আজাদ আহমদকে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Post a Comment

Previous Post Next Post