তারেক হাসানঃ কুলাউড়া উপজেলার রাউৎগাও ইউনিয়নের মাষ্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের ম্যাগাজিন বার্ষিকী ‘বহ্নিশিখা’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত বুধবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয কমিটির সভাপতি আকবর আলী সোহাগের সভাপতিত্বে ও শিক্ষক ছাদিকুর রহমান ও অমিত মলি¬ক এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্টাতা অষ্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শাহাদত আলী। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্টাতার সহধর্মিনী বিদ্যালয়ের বিজ্ঞান ভবনের দাতা প্রবাসী রাবেয়া আলী, বিশিষ্ট সমাজসেবী কমরেড আব্দুল মালিক, পিডিবির অবসরপ্রাপ্ত তত্বাবধায়ক প্রকৌশলী আইয়ুব আলী, লন্ডন প্রবাসী ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজের (কলেজ শাখার) প্রতিষ্টাতা জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ খুরশীদ উল¬াহ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, সমাজসেবক মবশ্বির আলী, সাবেক সভাপতি ইউনুছ আলী, লংলা কলেজের প্রভাষক খালেদ আহমদ, স্কুল শিক্ষক কামরুল হাসান ও শিরিন নাহার প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ শাহেদ আলী। প্রধান অতিথি শাহাদত আলী আগামী বছরের ম্যাগাজিন প্রকাশনায় চলতি বছরের ন্যায় পৃষ্টপোষকতার ও বিদ্যালয় এমপিওভুক্তি করনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে উক্ত বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে শতভাগ ফলাফল করে যে সুনাম অর্জন করছে তার ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে উপজেলার শ্রেষ্ট স্কুল হিসাবে কৃতিত্ব অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে অনুষ্টানে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিষ্টাতা ও তার সহধর্মিনীকে সম্মাননা স্বারক প্রদান করা হয়
