কুলাউড়ার চাতলাপুর সীমান্তে নিখোঁজ চা শ্রমিকের লাশ ফেরত দিল বিএসএফ

 কুলাউড়ার চাতলাপুর সীমান্তে নিখোঁজ চা শ্রমিকের লাশ ফেরত দিল বিএসএফ
স্টাফ রিপোর্টারঃ নিখোঁজের ছয় দিন পর মৌলভীবাজারে চা শ্রমিক রাধে শ্যাম ভরের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার বিকেল ৪টায় কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চেকপোস্ট এলাকায় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে লাশটি হস্তান্তর করা হয়। বিজিবির চাতলাপুর কোম্পানি কমান্ডার ল্যান্স নায়েক মনোয়ার হোসেন ও কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম লাশটি গ্রহণ করেন। পরে লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, গত ২১ নভেম্বর দুপুর ২টার পর পাহাড়ি এলাকায় জালানি লাকড়ি সংগ্রহ করতে গিয়ে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানের দুই শ্রমিক রাধে শ্যাম ভর (৩৫) ও দিলিপ পাশী (৩৫) নিখোঁজ হন। পাঁচ দিন পর গত ২৬ নভেম্বর সকালে কমলগঞ্জ উপজেলার ডবলছড়া সীমান্তের ১৮৭৩ নং খুটি সংলগ্ন ভারতীয় অংশে রাধে শ্যাম ভরের লাশ পড়ে থাকতে দেখা যায়। বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল তারিকুল ইসলাম খান চা শ্রমিক রাধে শ্যাম ভরের লাশ গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন।

Post a Comment

Previous Post Next Post