এম শাহবান রশীদ চৌধুরী: আগামী ১৪ নভেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মৌলভীবাজারে দিন ব্যাপি সাংবাদিকদের কর্মশালা মঙ্গলবার(১০ নভেম্বর)অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ইপিআই ভবনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী। প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ মুহাম্মদ জাহিদুল ইসলাম ও ডাঃ সিনসিয়া আকতার। আলোচনায় অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সহসভাপতি আবদুল হামিদ মাহবুব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ, ফেরদৌস আহমদ, হাসানাত কামাল, আনহার আহমদ সমশাদ ও মেহেদী হাসান রুমি প্রমূখ। কর্মশালায় অংশ গ্রহণকারি সাংবাদিকদের দেয়া তথ্যে বলা হয়, মৌলভীবাজার জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কেন্দ্র ১ হাজার ৬৫৪টি, এ প্লাসের লক্ষ্যমাত্রা (৬-১১) মাস বয়সী শিশু ২৮ হাজার ৬৬৫, ভিটামিন এ প্লাসের লক্ষ্যমাত্র (১২-৫৯) মাস বয়সী শিশু ২ লাখ ৪৪ হাজার ৫৭২টি।
