দেশে সোনার বাজারদর আবারো কমলো

দেশে সোনার বাজারদর আবারো কমলো
নিউজ ডেস্কঃ দেশের বাজারে অব্যাহত পতনে ভরিতে ১ হাজার ২২৫ টাকা কমেছে সোনার দাম। ফলে ২২ ক্যারটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ৪২ হাজার ৫১৫ টাকা। সোমবার থেকে এ দাম কার্যকর হবে। রোববার বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে গত ১৭ অক্টোবর সোনার দাম এক দফা বাড়ানো হয়েছিল। এদিকে রোববার মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৩৭৩ ডলার। প্রতি ডলার ৭৮ টাকা হিসেবে এর দাম দাঁড়ায় ২৯ হাজার ১১৩ টাকা। বাজুস জানায়, নতুন মূল্য অনুযায়ী সোমবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ৪২ হাজার ৫১৫ টাকায়। রোববার এর দাম ছিল ৪৩ হাজার ৭৪০ টাকা। এ হিসেবে ভরিতে দাম কমেছে এক হাজার ২২৫ টাকা। আর ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৪১ হাজার ৬৪০ টাকা থেকে কমে ৪০ হাজার ৪১৫ টাকায় বিক্রি হবে। এক্ষেত্রে প্রতি ভরিতে দাম কমেছে এক হাজার ২২৫ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ভরিপ্রতি ১ হাজার ২২৫ টাকা কমে ৩৩ হাজার ৭৬৭ টাকা বিক্রি হবে। একই হারে কমেছে সনাতন পদ্ধতির সোনার দামও। আজ এই ক্যাটাগরির ভরিপ্রতি স্বর্ণ ২২ হাজার ৬৪৬ টাকায় বিক্রি হবে। এদিকে স্বর্ণের পাশাপাশি রূপার দামও কমেছে। রোববার প্রতি ভরি রূপার দাম ছিল ৯৯১ টাকা। আজ থেকে ৫৯ টাকা কমে তা বিক্রি হবে ৯৩৩ টাকায়। বাজুস সূত্র জানায়, এযাবৎকালের গত ৫ বছরের মধ্যে স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল ২০১২ সালে। এ সময়ে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ছিল ৬০ হাজার ৬৫ টাকা। প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে সঙ্গে সঙ্গতি রেখে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। সর্বশেষ গত ১৭ আগস্ট দাম বাড়ানো হয়েছিল।

Post a Comment

Previous Post Next Post