বাংলাদেশের সানি লিওন জয়া !

বাংলাদেশের সানি লিওন জয়া !
বিনোদন ডেস্ক: জয়া আহসানের রাজকাহিনী’র নামক একটি ছবিতে সাহসী অভিনয়ে অংশ নিয়েছে। ঐ একটা অংশ নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কলকাতার বাংলা পত্রিকাগুলোতে জয়াকে রাজকাহিনী’র অভিনয়ের জন্য বাংলাদেশের সানি লিওন হিসেবেও আখ্যায়িত করছে। পত্রিকাগুলো আরো লিখছে জয়া আহসানকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তবে কোথা থেকে বা কোন সূত্র থেকে এসব কথা লিখছেন তা কোন পত্রিকায় উল্লেখ করা হয়নি। ভারতীয় পত্রিকায় এ ধরনের সংবাদ ছাপানোর পর তাদের বরাত দিয়ে দেশের প্রথম সারির একটি গণমাধ্যমও এমন খবর প্রকাশ করেছে। এদিকে জয়া রাজকাহিনী নিয়ে বলছেন, ‘এ ছবিতে রুবিনার ভূমিকায় ছোট একটি চরিত্রে অভিনয় করেছি। আর এখানে কলকাতার গুরুত্বপূর্ণ সব শিল্পীরা ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু সে তুলনায় আমার পর্দায় উপস্থিতি অন্য সবার চেয়ে বেশি। এতে অভিনয় করার মানে হচ্ছে ঐতিহাসিক একটা কাজের অংশ হয়ে থাকা। বাংলাদেশের একজন শিল্পী হিসেবে তারা সম্মান করে আমাকে নিয়ে গেছেন। আমি তাঁদের ছবিতে অভিনয় করেছি। সেটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। অভিনয়ের জায়গাও ছিল। দর্শকরা দেখলে বাকিটা বুঝতে পারবেন।’

Post a Comment

Previous Post Next Post