সংক্ষিপ্ত পোশাকে ঢোকা যাবে না মন্দিরে

সংক্ষিপ্ত পোশাকে ঢোকা যাবে না মন্দিরে
অনলাইন ডেস্কঃ ভারতের কাশী বিশ্বনাথ মন্দিরে পূজা দিতে ও প্রার্থনা করতে আসেন বহু বিদেশি পর্যটক। এতে মন্দির কর্তৃপক্ষের কোনো আপত্তি নেই। কিন্ত অনেক পর্যটক মন্দিরে আসেন সংক্ষিপ্ত পোশাক পড়ে অর্ধ নগ্ন হয়ে। যা মন্দিরে আগত অন্য দর্শনার্থীদের জন বিব্রতকর। নষ্ট হয় মন্দিরের পবিত্রতা। এ কারণে মন্দির কর্তৃপক্ষ বিদেশি পর্যটকদের শাড়ি পড়ে আসার অনুরোধ জানিয়েছেন। বিদেশিরা শাড়ি কোথায় পাবেন? বা কে তাদের শাড়ি পরাবেন, তা নিয়ে ভাবতে হবে না। শাড়ি মন্দির কর্তৃপক্ষ সরবরাহ করবেন। পড়িয়ে দেবেনও তারা। ছোট পোশাকের ওপর শাড়ি পড়ে পূজা ও প্রার্থনা শেষে আবার মন্দির কর্তৃপক্ষকে ফেরত দেবেন সেই শাড়ি। কাশী বিশ্বনাথ মন্দিরের ডেপুটি চিফ ‘পি এন দ্বিবেদী’ বলেন, মন্দিরের গুদামে প্রচুর শাড়ি জমা পড়েছে। সে সব শাড়ি পর্যটকরা টোকেন নিয়ে পড়বেন। পরে মন্দিরের কাজ শেষে সেগুলো ফেরত দিয়ে দেবেন। এজন্য কোনও চার্জ বা ভাড়া নেয়া হবে না।

Post a Comment

Previous Post Next Post