ফলোআপঃ এমপি হলেন সায়রা মহসিন

এমপি হলেন সায়রা মহসিন
স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার-৩ আসনের (মৌলভীবাজার সদর-রাজনগর) উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়েছেন প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার এসএম এজহারুল হক আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। এর আগে রবিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আপিল না করায় এবং একমাত্র বৈধ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় সায়রা মহসিনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। গত ১৪ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে রিটার্নিং অফিসার এসএম এজহারুল হক আওয়ামী লীগ প্রার্থী সৈয়দা সায়রা মহসীনের মনোনয়নপত্র ছাড়া ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে আসনটি শূন্য হয়।

Post a Comment

Previous Post Next Post