প্রত্যন্ত গ্রামে তথ্য প্রযুক্তি চর্চায় সরকার বদ্ধ পরিকর –কুলাউড়ায় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী

প্রত্যন্ত গ্রামে তথ্য প্রযুক্তি চর্চায় সরকার বদ্ধ পরিকর
আব্দুল আহাদ: রাজধানী ঢাকা থেকে তিন ’শ কিলোমিটার দূরে একটি প্রত্যন্ত গ্রামে তথ্য প্রযুক্তির মাধ্যমে মানুষের সেবা প্রদান করতে দেখে আমি মুগ্ধ। প্রত্যন্ত গ্রামে তথ্য প্রযুক্তি চর্চায় সরকারও বদ্ধ পরিকর। প্রতিটি গ্রামে তথ্য প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার করলেই বর্তমান সরকারের ভিশন ২০৪১ সফল হবে। সামাজিক যোগাযেগ মাধ্যমে ফেচ বুক বড় অবদান রাখছে। তবে এর ভালোর দিকের চেয়ে এক শ্রেণির মানুষ কুফল দিকটাই বেশী প্রচার করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পায়তারা করে। যুদ্ধাপরাধীদের রায় কার্যকরকালে এ ধরনের আশঙ্কার কথা ভেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাশকতা প্রতিরোধে সাময়িকভাবে ফেস বুক বন্ধ রেখেছে। রোববার ২৯ নভেম্বর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের একটি গ্রামে তথ্য প্রযুক্তির মাধ্যমে সেবা প্রদান সম্পর্কিত একটি উঠান উঠান বৈঠক পরিদর্শণ শেষে আলোচনায় ও সাংবাদিকদের প্রশ্নে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়েরে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক এ কথাগুলো বলেন। বেসরকারী সংস্থা ডিনেটর আয়োজিত তথ্য প্রযুক্তি বিষয়ক একটি উঠান বৈঠকে রোবার উপস্থিত হয়েছিলেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক। এসময় আরও উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-২ আসনের সাংসদ আব্দুল মতিন, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, ডিনেটর সিলেট বিভাগীয় উপ-পরিচালক শেখ মাসুদুর রহমান, চিফ অপারেটিং ম্যানেজার মিজানুর রহমান, সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল। স্থানীয় বেসরকারী সংস্থা ডিনেটরের মাধ্যমে রুজি আক্তার তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ গ্রহন করে এ প্রযুক্তির মাধে গ্রামের মানুষদের সেবা প্রদান করছেন। বিশেষ করে নারী ও শিশুদের সেবা প্রদান করে চলেছেন। তার এ সব কার্যক্রম ও তথ্য প্রযুক্তি ব্যবহার কার্যক্রম প্রত্যক্ষ করতে প্রতিমন্ত্রী রোববার সরেজমিন কুলাউড়ার হাজীপুর ইউনিয়ননে সালিক মিয়ার বাড়িকে আয়োজিত উঠান বৈঠকে উপস্থিত হয়েছিলেন। সব শেষে প্রতিমন্ত্রী কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়ন তত্য কেন্দ্র পরিদর্শণ করেন। রোববার সকাল সাড়ে নয়টায় প্রতিমন্ত্রী হাজী পুর ইউনিয়নে আগমণ করে আবার সাড়ে ১টায় গমণ করেন।

Post a Comment

Previous Post Next Post