পৌর নির্বাচন; সারাদেশে ভোটের হাওয়া

নির্বাচন
নিউজ ডেস্কঃ আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে সারাদেশে ভোটের হাওয়া বইতে শুরু করেছে।  দীর্ঘদিন পর নির্বাচনী এই আমেজ উপভোগ করছেন ভোটাররাও। তবে দলীয় ভিত্তিতে হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কায় রয়েছেন কেউ কেউ। এ অবস্থায় ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। চিত্রই যেন বলে দিচ্ছে নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। কেননা, নির্বাচন ছাড়া রাজনৈতিক নেতাদের মাঠে নামার দৃশ্য সচরাচর দেখা যায় না। মনোনয়ন সংগ্রহের পর থেকেই নিজের অবস্থানকে জানান দিতে তৎপর রয়েছেন কাউন্সিল প্রার্থীরা। প্রার্থিতা চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে তারা জনসংযোগ করছেন এলাকার মোড়ে মোড়ে। তবে দলীয় সমর্থন চূড়ান্ত না হওয়ায় নির্বাচনী প্রচারণায় কিছুটা কম দেখা যাচ্ছে মেয়র পদপ্রার্থীদের। এর মাঝেও জনসংযোগের মাধ্যমে নিজের জনপ্রিয়তার জানান দিয়ে দলের নজর কাড়ার চেষ্টা চালাচ্ছেন কেউ কেউ। দীর্ঘ বিরতির পর হঠাৎ এ নির্বাচনী আমেজ উপভোগ করছেন ভোটাররাও। চূড়ান্তভাবে প্রচার-প্রচারণা শুরু না হলেও ভোট দেয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা। এদিকে, দেশের ইতিহাসে প্রথমবারের মতো দলীয়ভাবে অনুষ্ঠিত হতে যাওয়া স্থানীয় সরকারের এই নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কায় আছেন ভোটারদের কেউ কেউ।

Post a Comment

Previous Post Next Post