হাইভোল্ডেজ ম্যাচে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

হাইভোল্ডেজ ম্যাচে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ বাছাইপর্বে এবার টান টান উত্তেজনাকর হাইভোল্ডেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং গতবারের রার্নাসআপ আর্জেন্টিনা। আর্জেন্টিনার ঘরের মাঠ বুয়েন্স আয়ারসে বাংলাদেশ সময় ১৩ নভেম্বর ভোর ৬টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রতিপক্ষ আর্জেন্টিনা, তাই নিজেদের সেরাটাকে প্রস্তুত করতে, সাও পাওলো'তে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে দুঙ্গা'র শিষ্যরা। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে চিলির কাছে ২-০ গোলে হারের পর, ভেনিজুয়েলার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়ে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। বর্তমানে 'সি' গ্রুপে দশটি দলের মধ্যে ৫ম অবস্থানে আছে ব্রাজিল। ৪ ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন অধিনায়ক নেইমার। তবে ইনজুরির কারণে খেলতে পারবেন না আর্জেন্টিনার অধিনায়ক মেসি ও অ্যাগুয়েরো। এদিকে, বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুটি ম্যাচে হোঁটচ খেয়েছে আর্জেন্টিনা। 'সি' গ্রুপে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হার এবং প্যারাগুয়ের সাথে গোলশূন্য ড্রয়ের পর জয়ের দেখা পেতে মরিয়া হয়ে আছে তাতা মার্টিনোর শিষ্যরা। তাই নিজেদের পরবর্তী ম্যাচে ব্রাজিলের বিপক্ষের জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টাইনরা। সর্বশেষ ম্যাচে দুই দল মুখোমুখি হয় ২০১৪ সালের অক্টোবরে। বিশ্বকাপের পর একটি ম্যাচেই মুখোমুখি হয় দুই দল। তাতে বিজয়ের নিশান উড়িয়েছে সেলেকাওরা। বিশ্বকাপের ব্যর্থতা ভুলে রানার্সআপ আর্জেন্টিনাকে ব্রাজিল সে ম্যাচে হারায় ২-০ গোলের ব্যবধানে। প্রসঙ্গত, মোট ৯৬ বার মুখোমুখি হয়েছে ২ দল। জয়ের পাল্লায় এগিয়ে নেই কোনো দল। ৩৬ বার করে জিতেছে দুটি দলই। বাকি ২৪টি ম্যাচের কোনো ফলাফল আসেনি। গোলের দিক দিয়ে এগিয়ে আর্জেন্টাইনরা। তাদের ১৫১ গোলের বিপরীতে ব্রাজিলের গোলসংখ্যা ১৪৭টি।

Post a Comment

Previous Post Next Post