স্টাফ রিপোর্টারঃ দৈনিক প্রথম আলোর জনপ্রিয় পাঠক সংগঠন বন্ধুসভার ১৭তম জন্মদিন উপলক্ষে কুলাউড়া বন্ধুসভার ব্যতিক্রমী কর্মসূচী সম্পন্ন করে। গত ১২ নভেম্বর বিকালে কুলাউড়া স্বাধীনতা স্মৃতিসৌধে বন্ধুরা মেতে উঠেছিল একটি ভাল কাজের মহোৎসবে। কুলাউড়ায় কিছুদিন আগে একটা মেলা সম্পন্ন হওয়ার পর প্রশাসন, পৌরসভা কর্তৃপক্ষ ছিল নীরব। স্মৃতিসৌধ ও তার আশপাশ হয়ে ওঠেছিল ময়লার ভাগার। সবাই নীরব থাকলেও কুলাউড়া বন্ধুসভার বন্ধুরা নীরব থাকতে পারেনি। ১৬ই ডিসেম্বর আসার আগেই বন্ধুরা নেমে পড়েছিল স্মৃতিসৌধ সৌন্দর্য রক্ষার অভিযানে নেমে পড়েছিল। বন্ধুদের অক্লান্ত পরিশ্রমে ২/৩ ঘন্টার মধ্যেই স্মৃতিসৌধ হয়ে ওঠে তার আপন মহিমায় মহিয়ান। কুলাউড়া বন্ধুসভার বন্ধুরা প্রমাণ করল একটি ভাল কাজ করতে একটি সুন্দর সিদ্ধান্ত ও তার সফল বাস্তবায়ন দরকার। অন্য কিছু নেই। কুলাউড়া বন্ধুসভার উপদেষ্ঠা শহীদুল ইসলাম তনয়ের নেতৃত্বে যেসব বন্ধুরা অংশ নিয়েছেন তারা হলেন কামরাঙ্গা সম্পাদক কামরুল হাসান, সৃসাস সভাপতি এ কে এম জাবের, বন্ধুসভার সিনিয়র সহ-সভাপতি নাজমুল বারী সোহেল, সহ-সভাপতি কাওসার আহমদ সাব্বির, সাধারণ সম্পাদক শামছুল আলম সজীব, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, প্রচার সম্পাদক মাহফুজ শাকিল, সদস্য মো. কামরুল ইসলাম, জিয়াউর রহমান, মহিউদ্দিন চৌধুরী বাপ্পি, হাফিজুর রহমান রেজা, রিয়াজ আহমদ শিপন, অনিক আহমদ, আবেদ আহমদ, ইমন আহমদ প্রমুখ।



