নিজস্ব প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের আল আইন মহানগর আওয়ামীলীগের ৩ নেতা স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে এক সভা ৬ নভেম্বর আল আইনস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাতির মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সালাউদ্দিন সাগর তালুকদারের পরিচালনায় অনুষ্টিক হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী হাজী নুরুল ইসলাম খান হীরন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী ফেরদৌস মিয়া। সংবর্ধিত অতিথির বত্তব্য রাখেন আল আইন মহানগর আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা প্রবাসী সাংবাদিক হাবিবুর রহমান ফজলু, সংগঠনের সভাপতি ও রাশীদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন আনু ও সংগঠনের প্রচার সম্পাদক সৈয়দুল ইসলাম চৌধুরী দোলন। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল কাদির, সাবেক ছাত্রনেতা সংগঠনের সহ সাধারন সম্পাদক আব্দুর রহমান আজাদ, ক্রীড়া সম্পাদক করিম আহমেদ রাজ,সহ প্রচার সম্পাদক বাবুল আহমদ, ফরহাদুর রহমান ফয়ছল, জামাল হোসেন, সহ ক্রীড়া সম্পাদক শেখ মৌর আলী, দেলওয়ার হোসেন, রাসেল আহমেদ, আজাদুর রহমান প্রমুখ। অনুষ্টানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ধর্মবিষয়ক সম্পাদক মীর জামাল হোসেন। অনুষ্টান শেষে সংবর্ধিত নেতাদের ফুলের তোড়া ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

