আবুধাবীতে জুড়ীর গাড়ী চালক জালালের অকাল মৃত্যু

আবুধাবীতে জুড়ীর গাড়ী চালক জালালের অকাল মৃত্যু
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে নিহত মৌলভীবাজারের জুড়ী উপজেলার মানিসিংহ (প্রহল্লাদপুর) গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে গাড়ী চালক মোঃ জালাল উদ্দিন (৪৩) এর লাশ ৮ নভেম্বর রোববার সকাল ৬ টা ২০ মিনিটে ইত্তেহাদের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমান বন্দরে পৌছুলে পরিবারের সদস্যরা লাশ নিয়ে গ্রামের বাড়ীতে এসে বেলা ২টা ৩০ মিনিটে হযরত শাহ খাকী (রহঃ) শাহী ঈদগাহ প্রাঙ্গনে জানাযা শেষে দাফন করা হয়। মোঃ জালাল উদ্দিন ৩০ অক্টোবর সকাল স্থানীয় সময় সকাল ১০টায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর তোয়াম হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন (ইন্না ল্লিলাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ১ ছেলে, ১ভাই ও ৪ বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, মরহুম মোঃ জালাল উদ্দিন জুড়ীর শাহখাকী কম্পিউটারের স্বত্তাধীকারী তরুন ব্যবসায়ী মোঃ বেলাল আহমদ এর বড় ভাই এবং সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ শেন প্রতিনিধি এম মছব্বির আলীর মামা শ্বশুর।

Post a Comment

Previous Post Next Post