৩০ ডিসেম্বর ২৩৪ টি পৌরসভা নির্বাচন

৩০ ডিসেম্বর ২৩৪ টি পৌরসভা নির্বাচন
নিউজ ডেস্কঃ দেশের ২৩৪ পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোটের তারিখ রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। মঙ্গলবার দুপুরে শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ভোটের এই সময়সূচি ঘোষণা করেন তিনি। সিইসি জানান, আগ্রহী প্রার্থীরা ৩ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র বাছাই চলবে ৫ ও ৬ ডিসেম্বর। বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর। প্রার্থীদের নিয়ে ভোট হবে ৩০ ডিসেম্বর। স্থানীয় সরকারে প্রথমবারের মতো দলীয়ভাবে ভোট হচ্ছে পৌরসভায়। এক্ষেত্রে মেয়র পদে দলীয় মনোনয়নের সুযোগ রাখা হয়েছে। সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে লড়াই হবে কাগজে-কলমে নির্দলীয়ভাবে, যদিও তাতে দলীয় প্রভাব সব সময়ই ছিল। বর্তমানে দেশে ৩২৩টি পৌরসভা রয়েছে। এরমধ্যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে বেশিরভাগের মেয়াদ শেষ হচ্ছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে নতুন ভোটার তালিকা হবে। তাছাড়া ওই সময় এসএসসি পরীক্ষা থাকায় ডিসেম্বরে ভোট শেষ করতে চাইছে ইসি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার আবু হাফিজ, মো. শাহনেওয়াজ, ইসি সচিব সিরাজুল ইসলাম, যুগ্মসচিব জেসমিন টুলী পৌর নির্বাচনের তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সর্বশেষ ২০১১ সালের জানুয়ারিতে ৪ দিনে নির্বাচন উপযোগী প্রায় আড়াইশ’ পৌরসভায় ভোট হয়।

Post a Comment

Previous Post Next Post