রোমার বিপক্ষে রাতে মাঠে নামছে বার্সেলোনা

রোমার বিপক্ষে রাতে মাঠে নামছে বার্সেলোনা
আমিন জাহানঃ গত ম্যাচেই ৪-০ গোলে রিয়াল মাদ্রিদকে গুড়িয়ে দিয়েছিলো লুইস এনরিকের শিষ্যরা। সেই ম্যাচের শেষ দিকে ইনজুরি কাটিয়ে মেসিকেও মাঠে নামতে দেখা গিয়েছিলো। অবশ্য তার আগেই জয়ের পথ প্রায় সুগম করে ফেলেছিলো নেইমার-সুয়ারেজ। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আজ রাতে ইতালিয়ান জায়ান্ট রোমার বিপক্ষে মাঠে নামছে স্প্যানিস জায়ান্ট বার্সেলোনা। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এদিকে ম্যাচটিকে সামনে রেখে ইনজুরি সমস্যায় ভুগছেন উভয় দলের কোচরা। মেসি-রাকিতিচ দলে ফিরলেও ইনজুরিতে আছেন রাফিনহা আর দগলাস। অপরদিকে রুডি গার্সিয়ার রোমায় আজ হয়তো দলের প্রাণভোমরা ফ্রান্সেসকো টট্টি, গারভিনহো আর মোহাম্মেদ সালাহর না থাকার সম্ভাবনাই বেশি। উল্লেখ্য, চ্যাম্পিয়নস লিগের ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে লুইস এনরিকের বার্সা। অপরদিকে সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে রোমা। আজ ড্রয়ের মাধ্যমে ১ পয়েন্ট পেলেই নকআউট নিশ্চিত হবে কাতালানদের। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের মুখোমুখি সর্বশেষ ৪ ম্যাচের ২টিতে ড্র আর একটি করে ম্যাচে জয় পেয়েছে বার্সা-রোমা।

Post a Comment

Previous Post Next Post