এম. মছব্বির আলী: কুলাউড়ায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের ২য় স্থরের প্রথম ধাপ আগামী ৭ নভেম্বর থেকে শুরু হবে। যাদের জন্ম ২ জানুয়ারী ১৯৯৮ইং থেকে ১ জানুয়ারী ২০০০ পর্যন্ত তাদের ডাটা এন্ট্রি ও রেজিষ্ট্রেশন (ছবি তোলা) হবে। ৭-৮ নভেম্বর ভাটেরা, ৯-১০ নভেম্বর বরমচাল, ১১-১৩ নভেম্বর পৌরসভা, ১৪-১৫ নভেম্বর কাদিপুর, ১৬-১৮ নভেম্বর ভূকশিমইল, ১৯-২১ নভেম্বর জয়চন্ডী, ২২-২৪ নভেম্বর কর্মধা, ২৫-২৭ নভেম্বর পৃথিমপাশা, ২৮-২৯ নভেম্বর রাউৎগাও, ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর কুলাউড়া সদর ইউপি, ২-৩ ডিসেম্বর শরিফপুর, ৪-৫ ডিসেম্বর হাজিপুর, ৬-৮ ডিসেম্বর টিলাগাও ও ৯-১১ ডিসেম্বর ব্রাহ্মনবাজার ইউনিয়নে এ কার্যক্রম চলবে। উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান জানান, প্রথম স্থরের প্রথম ধাপে যাদের বয়স ১৮ অনূর্ধ তাদের হালনাগাদ কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। ৭ নভেম্বর থেকে যাদের বয়স ১৮ হয়নি তাদেরকে তাদের ডাটা সংগ্রহ করে নিবন্ধিত করা হবে। উল্লেখ্য, স্ব স্ব ইউনিয়নে নির্দিষ্ট স্থানে (পূর্বে যে স্থানে নিবন্ধন করা হয়েছিল) তারা ডাটা এন্ট্রি ও রেজিষ্টেশন কার্যক্রমে অংশ নিতে হবে।
