স্পোর্টস ডেস্কঃ জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিপিএলের তৃতীয় আসরের উদ্বোধন হলেও, টিকিট সংখ্যার অপ্রতুলতাসহ নানা অভিযোগ ছিল দর্শকদের কণ্ঠে। ভিআইপি টিকিট থাকলেও ঢুকতে দেয়া হয়নি অনেককেই। ছিলো এমন অভিযোগও। বিপিএলের মতো আসরে ক্রিকেটীয় পরিবেশনা না থাকায়, কিছুটা হতাশ দর্শকরা। আগের দুই আসরের পাপ মোচন হবে এবার, এমন নানা প্রতিশ্রুতির গল্প শুনিয়ে যে তৃতীয় আসর দরজায় কড়া নাড়ছে, তার উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট সংখ্যা নিয়ে দর্শকদের অনুযোগের শেষ ছিল না। প্রায় ২৫ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন মিরপুর স্টেডিয়ামে, জমকালো অনুষ্ঠানে সাধারণ দর্শকদের কাছে বিক্রির জন্য ছাড়া হয় মাত্র ৩ থেকে ৪ হাজার টিকিট। আর নিয়মিত অতিথি কালোবাজারিদের কল্যাণে টিকিটের চড়া দাম তো ছিলই। সন্ধ্যা ৭টার দিকে হঠাৎই বন্ধ করে দেয়া হয় স্টেডিয়ামের সবগুলো গেট। তবে এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী মুখে কুলুপ এঁটে থাকলেও বিভিন্ন সূত্রে জানা গেল, বিসিবির নির্দেশেই হয়েছে এমনটা। দিনশেষে অনুষ্ঠান উপভোগের তৃপ্তি ম্লান হলো দু’টি প্রশ্নে। এক-অনুষ্ঠানে দেশীয় ঐতিহ্যের ছোঁয়া কতটুকু ছিল? দুই- দেশের ক্রিকেটের অন্যতম বড় বিজ্ঞাপন বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেটীয় পরিবেশনা না থাকাটা কতটা যৌক্তিক? উদ্বোধনী অনুষ্ঠান হলো একরকম। এবার মাঠে গড়াবার অপেক্ষা বিতর্কে জর্জরিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ।
