মাশরাফি ম্যাজিকে জয় ভিক্টোরিয়ান্সের

মাশরাফি ম্যাজিকে জয় ভিক্টোরিয়ান্সের
আমিন জাহানঃ প্রথম ম্যাচে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে জয় পেতে কিছুটা ব্যতিক্রমী পরিকল্পনা সাজিয়েছিলেন অধিনায়ক মাশরাফি মুর্তোজা। সাধারণত ৮/৯ নম্বরেই ব্যাটিংয়ে দেখা যায় তাকে। গত ম্যাচে প্র্রথম সারির ব্যাটসম্যানদের চরম ব্যর্থতার পর আজ ৫ নম্বর ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন মাশরাফি। নিজেই দায়িত্ব তুলে নেন কাঁধে। শেষ পর্যন্ত দারণ ভাবে সফলও হন তিনি। চিটাগং ভাইকিংসের দেয়া ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাশরাফির নাটকীয় ব্যাটিং দৃঢ়তায় ১.১ ওভার হাতে রেখেই লিগের প্রথম জয় তুলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের পক্ষে সর্বোচ্চ স্যামুয়েলস ৬৯ ও মাশরাফি ৫৬ রান করে অপরাজিত থাকেন। এছাড়া শোভাগত ৩০ ও লিটন ১৩ রান করেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় কুমিলা ভিক্টোরিয়ান্স। দলের পক্ষে ইনিংসের গোড়াপত্তন করতে এসে ব্যক্তিগত ৯ রানে আমিরের বলে জিয়াউরের হাতে ক্যাচ তুলে দেন লিটন দাস। অপরদিকে কোনো রান না করেই আমিরের বলে তামিমের হাতে ধরা পড়েন ইমরুল কায়েস। দলীয় ৫৪ রানের মাথায় ব্যক্তিগত ৩০ রান করে শফিউলের বলে দিলশানের হাতে ক্যাচ দিয়ে শোভাগত প্যাভিলিয়নের পথ ধরলে দলের হাল ধরতে একটু আগেবাগেই ব্যাট হাতে ক্রিজে আসেন মাশরাফি। শেষ পর্যন্ত স্যামুয়েলসকে সাথে নিয়ে ১২৩ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মুর্তোজা। আর এতে করে চিটাগংয়ের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ভাইকিংসের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট পান মোহাম্মদ আমির। ১টি উইকেট পান শফিউল ইসলাম। এর আগে মঙ্গলবার দুপুরে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মাশরাফি বিন মুর্তোজা। ব্যাট করতে নেমে দলীয় ৬৩ রানের মাথায় ব্যক্তিগত ৩৬ রান করে ইয়াসির আলীর বলে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন দিলশান। দলীয় ৭৯ রানের মাথায় ব্যক্তিগত ৩৩ রানে আজহার জাঈদীর বলে মাহামুদুল হাসানের হাতে ধরা পড়েন তামিম। দলীয় ৮৪ রানে ব্যক্তিগত ২ রান করে মাশরাফির বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরেন কাপুগেদেরা। এছাড়া দলীয় ১২৩ রানের মাথায় ব্যক্তিগত ২২ রানে নারিনের বলে লিটনের হাতে ধরা পড়েন ইয়াসির আলী। শেষ পর্যন্ত এনামুল হক বিজয় এবং জিয়াউর রহমানের ব্যাটিং নৈপুণ্যে ১৭৬ রান তুলতে সক্ষম হয় চিটাগং ভাইকিংস। ভিক্টোরিয়ান্সের পক্ষে আসার জাঈদী ২টি ও মাশরাফি-নারিন ১টি করে উইকেট পান। ১ উইকেট সহ ৫৬ রানের অনবদ্য পারফরম্যান্সের কারণে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন অধিনায়ক মাশরাফি বিন মুর্তোজা। উল্লেখ্য, ৩ ম্যাচে চিটাগং ভাইকিংসের সংগ্রহ ২ পয়েন্ট এবং ২ ম্যাচে ভিক্টোরিয়ান্সের সংগ্রহ সমান ২ পয়েন্ট।

Post a Comment

Previous Post Next Post