রাজনগরে প্রসবজনিত ফিষ্টুলা বিষয়ক অবহিতকরনের সমাপনী

রাজনগরে প্রসবজনিত ফিষ্টুলা বিষয়ক অবহিতকরনের সমাপনী
এম শাহবান রশীদ চৌধুরী: রাজনগর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্দোগে ও স্বাস্থ্য অধিদপ্তরের ইউএনএফপিএ ও বিডাব্লিউএইচসি এর বাস্তবায়নে প্রসবজনিত ফিষ্টুলা বিষয়ক দু’দিনের অবহিতকরন সভার সমাপনী মঙ্গলবার(২৪নভেম্বর) রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্টিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ পার্থ সারথি দত্তের সভাপতিত্বে ও মৌলভীবাজার বিডাব্লিউএইচসি এর প্রতিনিধি জান্নাতুল ফেরদাউসের পরিচালনায় অনুষ্টিত সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আছকির খান বিলম্বিত ও বাধাগ্রস্থ প্রসব রোধকরনে ও প্রসবজনিত ফিষ্টুলামুক্ত মাতৃত্ব নিশ্চিতকরনে জনগনের মধ্যে সচেতনতা গড়ে তোলতে মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীসহ স্বাস্থ্য বিভাগের সবাইকে নিষ্টার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের আরএমও ডাঃ আমজাদ হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও বার্তাবাজারের জেলা প্রতিনিধি এম শাহবান রশীদ চৌধুরী। উপজেলা কমিউনিটি ক্লিনিক ও হেলথ প্রোভাইডারগনদের অংশ গ্রহনে আয়োজিত দু’দিনের অবহিতকরণ সভায় ফিস্টুলা রোগের সমস্যা, চিকিৎসা ও চিকিৎসাজনিত ব্যয় নিয়ে আলোচনাকালে প্রশিক্ষকরা বলেন এ রোগে আক্রান্ত রোগীদের অনবরত প্র¯্রাব-পায়খানা ঝরতে থাকে। নিরবে মহিলাদের অর্র্ন্তঘাতি এ রোগ মৃত্যুর দিকে ঠেলে দেয়। যেহেতু দেশের দরিদ্র শ্রেণীর মানুষ এ সমস্যায় বেশি ভোগেন সেজন্য সরকার জাতিসংঘ ও বিদেশি সহায়তায় এর চিকিৎসা ও ব্যয় বহন করে যাচ্ছে। সিলেট বিভাগের এসব রোগীদের একমাত্র ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে অপারেশনসহ সু-চিকিৎসার ব্যবস্থা রয়েছে। সভায় এরোগের প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Post a Comment

Previous Post Next Post