দেশে ফিরেছেন খালেদা জিয়া

দেশে ফিরেছেন খালেদা জিয়া
নিউজ ডেস্কঃ নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার বিকাল ৫টা ১৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ কররছেন তিনি। এসময় খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরের সামনে প্রধান সড়কে উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, ফজলুল হক মিলন, দলের মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ। সরেজমিনে দেখা গেছে, খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে হাজার হাজার নেতাকর্মী দুপুরের পর থেকেই বিমান বন্দরের সামনে অবস্থান নেন। তবে প্রধান সড়কের সামনেই পুলিশের কড়া অবস্থানের কারণে কেউ ভেতরে প্রবেশ করতে পারেননি। এদিকে চিকিৎসা শেষে ২ মাসের অধিক সময় পর দেশে ফিরে আসায় নেতাকর্মীদের মাঝে স্বস্তি লক্ষ্য করা গেছে। এ প্রতিবেদন লেখার সময় খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে বিমান ববন্দর এলাকা স্লোগানে মুখরিত করে রেখেছেন দলের নেতাকর্মীরা।

Post a Comment

Previous Post Next Post