ভোগতেরা কমিউনিটি ক্লিনিকে ২৯৬তম নরমাল ডেলিভারি সম্পন্ন

ভোগতেরা কমিউনিটি ক্লিনিকে ২৯৬তম নরমাল দেলিভারি সম্পন্ন
মোহাইমিন ইসলাম মাহিনঃ ভোগতেরা কমিউনিটি ক্লিনিকে ২৯৬ তম নরমাল ডেলিভারীতে দুইটি জমজ শিশুর (Twin baby) জন্ম দেন জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের সুমন আহমেদের স্ত্রী মমতাজ বেগম। উক্ত নরমাল ডেলিভারী সফল ভাবে সম্পন্ন করেন প্রাইভেট সিএসবিএ লিপা খানম ও তাকে সহায়তা করেন জহুরা বেগম এবং সার্বিক ভাবে সহায়তা করেন সিএইচসিপি হানিফুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী জাকিরুল ইসলাম। মা ও জমজ দুইটি শিশু ভাল আছে।

Post a Comment

Previous Post Next Post