সাকিবের জিম্বাবুয়ে সিরিজ শেষ: রাতেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন

সাকিবের জিম্বাবুয়ে সিরিজ শেষ: রাতেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন
স্পোর্টস ডেস্কঃ দ্রুতই বাবা হতে যাচ্ছিহন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম তারকা সাকিব আল হাসান। তাই সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে আজ রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে জিম্বাবুয়ে সিরিজের পরের ম্যাচগুলোতে তাকে পাচ্ছে না বাংলাদেশ। প্রথম ম্যাচে গতকাল শনিবার সাকিব ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট নেন। এতে করে মাশরাফিরা ১৪৫ রানের বিশাল জয় পায়। অবশ্য সিরিজের আগেই সাকিব জানিয়েছিলেন, সন্তানসম্ভবা স্ত্রী অনুপ্রাণিত করেছেন এ সময়ে দেশের হয়ে খেলতে। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে জরুরি ভিত্তিতে রবিবার রাত ৯টার ফ্লাইটে যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন সাকিব। বিষয়টি নিশ্চিত করে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ‘সাকিবকে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রে যেতে হচ্ছে।’ সাকিবের জায়গায় দলে আসতে পারেন এনামুল হক। উল্লেখ যে, সাকিব আজ রবিবার মিরপুরে অনুশীলনে আসেননি। অবশ্য ঐচ্ছিক অনুশীলনে এসেছেন বাংলাদেশ দলের ছয়জন। নানার মৃত্যু সংবাদ পেয়ে আসেননি মাশরাফি বিন মুর্তজাও। তবে প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানিয়েছেন, আগামীকাল সোমবারের ম্যাচে খেলা নিয়ে কোনো শঙ্কা নেই মাশরাফির। সবকিছু ঠিক থাকলে রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে সাকিব এবং সুসংবাদ নিয়ে হাজির হবে সাকিব প্রেমিদের সামনে।

Post a Comment

Previous Post Next Post