এম শাহবান রশীদ চৌধুরী: কুলাউড়া ফায়ার ষ্টেশনের উদ্দোগে বুধবার(১১নভেম্বর)ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। কুলাউড়া ফায়ার ষ্টেশনে সকাল ১১টায় সপ্তাহের উদ্বোধন করেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। ষ্টেশন অফিসার (ভারঃ) রমাকান্ত সিংহের তত্বাবধানে অনুষ্টিত উদ্বোধনী অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বার্তাবাজারের জেলা প্রতিনিধি এম শাহবান রশীদ চৌধুরী, লিডার দেওয়ান আলী ও আলী হোসেনসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা। পরে দুর্যোগ দুর্ঘটনায় ঝুকি হ্রাসে জনসচেতনতা বৃদ্ধিতে উদ্বোদ্ধকরনে ফায়ার সার্ভিসের এম্বুলেন্সসহ ৩ গাড়ী দিয়ে এক র্যালী কুলাউড়া শহর প্রদক্ষিন ও অগ্নিদুর্ঘটনাসহ অন্যান্য দুর্ঘটনায় করনীয় সংক্রান্ত লিফলেট বিতরন করা হয়।
