মৌলভীবাজার ক্লাবের আতিথেয়তায় জেলা-৪ এর ৩য় বোর্ড মিটিং অনুষ্ঠিত

মৌলভীবাজার ক্লাবের আতিথেয়তায় জেলা-৪ এর ৩য় বোর্ড মিটিং অনুষ্ঠিত
মোহাইমিনুল ইসলাম মাহিনঃ এপেক্স ক্লাবস অব বাংলাদেশের জেলা-৪ এর ৩য় বোর্ড মিটিং গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় কুলাউড়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এপেক্স ক্লাবস অব মৌলভীবাজারের আতিথেয়তায় উক্ত বোর্ড মিটিং এ জেলা-৪ এর চার্টার্ড ১৩ টি ক্লাব ও ১ টি আনচার্টার্ড ক্লাবের বিপুল সংখ্যক এপেক্সিয়ান উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা-৪ এর গভর্নর আহমেদ জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের লাইফ মেম্বার এপেঃ উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টু, এপেঃ উপাধ্যক্ষ ফরহাদ আহমেদ ও এপেঃ হায়াত খান। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এপেঃ জাহাঙ্গীর আলম খুরশীদ, এপেঃ ইকবাল হোসেন, এপেঃ ইফতেখার মনি, এপেঃ মিশু, এপেঃ আব্দুল মুহিত, এপেঃ এস এম ফৌজি চৌঃ, এপেঃ তোফায়েল আহমেদ ডালিম, এপেঃ শহীদুল ইসলাম তনয় এবং এপেঃ আজিজুর রহমান প্রমুখ। ৩য় বোর্ড মিটিং এ জেলা-৪ এর প্রত্যেক ক্লাবের প্রেসিডেন্ট জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত যার যার ক্লাবের রিপোর্ট উত্তাপন করেন। সেরা রিপোর্টি উপস্থাপন করেন এপেঃ ক্লাব অব মৌলভীবাজারের প্রেসিডেন্ট এপেঃ শাহীন আহমদ। উক্ত মিটিং এ জেলা-৪ এর সম্মেলন (নুরুল এপেক্স) ও জাতীয় সম্মেলন (মালিক এপেক্স) এর প্রস্তুতি নিয়ে উপস্থিত এপেক্সিয়ানবৃন্দরা আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এপেক্স ক্লাবস অব মৌলভীবাজার এর উদ্যোগে এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় সোলায়মান খান বারসারী বৃত্তির টাকা কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার সুমাইয়ার হাতে তুলে দেওয়া হয়।

Post a Comment

Previous Post Next Post