কুলাউড়া মহিলা বিষয়ক কার্যালয়ের সম্প্রসারন ভবন উদ্বোধন

কুলাউড়া মহিলা বিষয়ক কার্যালয়ের সম্প্রসারন ভবন উদ্বোধন
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলায় ০৪ নভেম্বর বুধবার বিকেল সাড়ে ৪টায় মহিলা বিষয়ক কার্যালয়ের সম্প্রসারন ভবন ১৩ লাখ ৯ হাজার ৪৯৯ টাকা ব্যয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর এর বাস্তবায়নে নবনির্মিত সম্প্রসারন ভবন এর আনুষ্টানিক উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান । কুলাউড়া উপজেলা চত্বরে মহিলা বিষয়ক কার্যালয়ে সম্প্রসারন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাৎ সেলিনা ইয়াসমিন এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কুলাউড়ার উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলমগীর হোসেন, উপজেলা প্যানেল চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, উপজেলা কৃষি অফিসার এম এম শাহ নেয়াজ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফ উদ্দিন আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হাই খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মতলিব, উপজেলা ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারের প্রোগ্রাম অফিসার মোঃ রিজভী আহমদ রাসেল, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (ভারপ্রাপ্ত) শাহানারা পারভীন, ভেটেরিনারি সার্জন ডাঃ কে এম আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক মোঃ খালেদ পারভেজ বখ্শ, আজিজুল ইসলাম, আব্দুল করিম বাচ্চু, এইচ ডি রুবেল ও আব্দুল আহাদ প্রমুখ । উদ্বোধন শেষে মোনাজাত করেন ইসলামী ফাউন্ডেশনের কুলাউড়া উপজেলা সুপারভাইজার মাওলানা হাবিবুর রহমান। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মহিলা বিষয়ক সেলাই প্রশিক্ষন কেন্দ্র সহ বিভিন্ন রোম ঘুরে দেখেন। এ ছাড়া উপজেলা চত্বরে অত্যাধুনিক নব নির্মিত উপজেলা ট্রেনিং এন্ড রির্সোস সেন্টার ফর এডুকেশন ও মাধ্যমিক কার্যালয়টি পরিদর্শন করেন ।

Post a Comment

Previous Post Next Post