বিপিএল- এ খেলোয়াড়দের নিলাম ৩১ অক্টোবর

বিপিএল- এ খেলোয়াড়দের নিলাম ৩১ অক্টোবর
বিপিএল- এ খেলোয়াড়দের নিলাম ৩১ অক্টোবর
স্পোর্টস ডেস্কঃ প্রায় ২ বছর পর নভেম্বরে বসতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। এবারের আসরের জন্য বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। বিদেশি ক্রিকেটারদের নিলামের তারিখ ধরা হয়েছে ৩১ অক্টোবর। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা তার নিজ ব্যবসায়িক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘এবারের আসরটি নভেম্বরে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তাবিত তারিখ ধরা হয়েছে ১৯ নভেম্বর। তৃতীয় আসরের প্রথম ম্যাচ মাঠে গড়াতে পারে ২১ নভেম্বর। তবে, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ আগেই অনুষ্ঠিত হলে সে অনুযায়ী তারিখ দুই-একদিন এদিক-ওদিক হতে পারে।’ গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী, তৃতীয় আসরে বিদেশি ক্রিকেটারদের বেস প্রাইজ (সর্বনিম্ন) ধরা হয়েছে ৩০ হাজার মার্কিন ডলার। আর সর্বোচ্চ মূল্য প্রস্তাব করা হয়েছে ৭০ হাজার মার্কিন ডলার। দেশি ক্রিকেটারদের প্রারিশ্রমিক হিসেবে বেস প্রাইজ (সর্বনিম্ন) ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ টাকা। আর সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ৩৫ লাখ টাকা। বিপিএল এর তৃতীয় আসরের ছয় ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান হচ্ছে মিডিয়াকম (বেক্সিমকো গ্রুপ), দুলাল ব্রাদার্স লিমিটেড (ডিবিএল), এক্সিওম টেকনোলজি, আই স্পোর্টস (ফ্লোরা টেলিকম), রয়্যাল স্পোর্টিং লিমিটেড এবং আলিফ গ্রুপ। প্রসঙ্গত, এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র তত্ত্বাবধানে ২০১২ সালে বিপিএলের প্রথম আসরটি বসেছিল। এরপর ২০১৩ সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আসর।

Post a Comment

Previous Post Next Post