মাশরাফিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আইসিসির টুইট

মাশরাফিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আইসিসির টুইট
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সোমবার ৩২ বছরে পর্দাপন করেছেন। ১৯৮৩ সালের এইদিনে নড়াইলে জন্মগ্রহণ করে টাইগার এ অধিনায়ক। জন্মদিনে মাশরাফিকে শুভেচ্ছা জানাতে ভুলেননি বিশ্বব্যাপী মাশরাফি ভক্তরা। শুভেচ্ছা জানিয়ে টুইট করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিও। টুইটে আইসিসি লিখেছে হ্যাপি বার্থডে টু ওডিআই ক্যাপ্টেন, মাশরাফি মর্তুজা। ২০০১ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের ক্রিকেটে অভিষেক হয় মাশরাফির। ১৫৭টি ওডিআই খেলা মাশরাফির ঝুলিতে রয়েছে ২০০ উইকেট। সেরা বোলিং ২৬ রানে ৬ উইকেট। এছাড়া ৩৬টি টেস্ট ম্যাচ খেলে নিয়েছেন ৭৮ উইকেট। আর ৩১টি২০ ম্যাচে নিয়েছেন ২৬ উইকেট। প্রসঙ্গত, ফেসবুকে ৪২ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে টাইগার মাশরাফি বিন মোতুর্জার।

Post a Comment

Previous Post Next Post