রিভিউ আবেদন করবেন সাকা

রিভিউ আবেদন করবেন সাকা
নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করবেন বলে জানিয়েছেন তার পক্ষে আইনজীবী হুজ্জাতুল ইসলাম আলফেসানি। এ আইনজীবী সাংবাদিকদের জানান, রিভিউয়ের বিষয়ে কথা বলতে কাশিমপুর কারাগারে সাকা চৌধুরীর সঙ্গে দেখা করে তারা আজ আইনগত বিষয়ে কথা বলবেন। তিনি বলেন, রিভিউ আবেদন বিষয়ে ইতোমধ্যেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে লিখিতভাবে জানানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যু পরোয়ানা কেন্দ্রীয় কারাগারে গত ১ অক্টোবর পৌঁছে দেয়া হয়েছে। এর আগে ওইদিনই সাকা চৌধুরী ও মুজাহিদের মৃত্যু পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মুজাহিদও রিভিউ করবেন বলে তার সঙ্গে কারাগারে সাক্ষাত করে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। এ দুই যুদ্ধাপরাধীর আপিল মামলার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি গত ৩০ সেপ্টেম্বর বুধবার প্রকাশের পর ট্রাইব্যুনালের ৩ বিচারপতি ১ অক্টোবর তাদের মৃত্যু পরোয়ানায় সই করেন। পুনর্গঠিত একমাত্র ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসাবে রয়েছেন বিচারপতি মো. আনোয়ারুল হক। অন্য দুই বিচারপতি হলেন- বিচারপতি মো. শাহিনুর ইসলাম, বিচারপতি মো. সোহরাওয়ার্দী। মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত দুই আসামির বিষয়ে লাল কাপড়ে মোড়ানো পরোয়ানা দু’টি পর্যায়ক্রমে কারা কর্তৃপক্ষ, জেলা ম্যাজিস্ট্র্যাট, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। এ পরোয়ানার ভিত্তিতে রায় কার্যকর করতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বিভিন্ন মন্তব্যের কারণে বিতর্কিত সাকা চৌধুরী। তাকে ৪টি অভিযোগে (চার্জ) মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। মুক্তিযুদ্ধকালীন সাকা চৌধুরী ঠাণ্ডা মাথায় হত্যা ও গুমের অপরাধ সংগঠিত করেছেন বলে রায়ের পর্যবেক্ষণে উঠে এসেছে। ক্যালকুলেটিভ ও সুচিন্তিতভাবে সাকা চৌধুরী মানবতাবিরোধী অপরাধ করেছেন। ২০১৩ সালের ১অক্টোবর ট্রাইব্যুনাল ১এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল সাকা চৌধুরীকে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়ে রায় দেয়। হরতালে গাড়ি পোড়ানো ও ভাংচুরের এক মামলায় সাকা চৌধুরীকে ২০১০ সালের ১৫ ডিসেম্বর রাতে গ্রেফতার করা হয়। তদন্তের স্বার্থে এক আবেদনের প্রেক্ষিতে ওই বছরের ১৯ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সে থেকে তিনি কারাগারে রয়েছেন।

Post a Comment

Previous Post Next Post