দ্বিতীয় ওয়ানডেতেও হার সালমাদের

দ্বিতীয় ওয়ানডেতেও হার সালমাদের
স্পোর্টস ডেস্কঃ চলতি সফরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং প্রথম ওয়ানডেতেও লজ্জার হার নিয়ে মাঠ ছাড়ার পর এবার দ্বিতীয় ওয়ানডেতেও বড় ব্যবধানে হেরেছে সফররত বাংলাদেশ ক্রিকেট দল। খবর ক্রিকইনফো। এদিন খেলার শুরু থেকেই অনেকটা ছন্দহীন দেখা যাচ্ছে সালমাদের মধ্যে। কিছুতেই যেন স্বরূপে ফিরতে পারছিলেন না বাংলাদেশের মেয়েরা।  এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ওয়ানডেতেও ব্যাটিং ব্যর্থতায় পড়েছে বাংলাদেশ। করাচির সাউথএন্ড ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান করেছে। ২১ রানে প্রথম উইকেট হারালেও বোঝা যায়নি এত খারাপ হবে ব্যাটিং। বিনা উইকেটে ২১ রান থেকে দ্রুত ২৪ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পরও মনে হচ্ছিল ধাক্কা কাটিয়ে উঠবে বাংলাদেশ। কিন্তু ধীরগতির ব্যাটিং ও নিয়মিত উইকেট হারানোয় বাংলাদেশ পুরো ৫০ ওভার ব্যাটিং করে মাত্র ১২৩ রান করতে পারে। ওপেনার আয়েশা দলের সর্বোচ্চ ৫৬ বলে ৩৯ রান করেছেন। এছাড়া আর দুই অংক ছুঁতে পেরেছেন কেবল নিগার সুলতানা (৩০) ও রিতু মনি (২৮)। বিপরীতে পাকিস্তানের আনাম আমিন ১০ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। ১২৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারায় পাকিস্তান। ওপেনার মারিনা আকবাল রান আউট হওয়ার আগে করেন ৩১ রান। জাভেরিয়া খান ৭ রান করে নাহিদার বলে রুমানার তালুবন্দি হন। বিসমাহ মারুফ দলকে সহজ জয় পাইয়ে দিতে খেলেন ৪১ রানের ইনিংস। তার ৬৬ বলে সাজানো ইনিংসে ছিল ৭টি চার। চার নম্বরে নামা নাইন আবিদি ২২ রান করে নাহিদার দ্বিতীয় শিকার হন। তবে, সানা মির (১২) আর আলিয়া রিয়াজ (৭) অপরাজিত থেকে দলকে জয়ের দিকে নিয়ে যেতে বাকিটা পথ পাড়ি দেন। ফলে স্বাগতিক পাকিস্তান ৩৮.৩ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। বাংলাদেশের হয়ে নাহিদা দুটি আর রুমানা একটি উইকেট তুলে নেন।

Post a Comment

Previous Post Next Post