![]() |
| মুশফিক সিলেটে, মাশরাফি কুমিল্লায়, সাকিব রংপুরে |
ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের (বিপিএল) তৃতীয় আসরের প্লেয়ার্স বাই চয়েজের লটারিতে ৬ আইকন প্লেয়ারের ভাগ্য নির্ধারিত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে ও টি টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা কুমিল্লা ভিক্টোরিয়ালের হয়ে খেলবেন। টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে পেয়েছে সিলেট সুপারস্টার্স, বিশ্বসেরা অল রাউন্টার সাকিব আল হাসানকে পেয়েছে উত্তরবঙ্গের ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স, চিটাগাং ভাইকিংস পেয়েছে নিজেদের ঘরের ছেলে তামিম ইকবালকে, ঢাকা ডাইনামাইটস পেয়েছে নাসির হোসেনকে এবং বিশ্বকাপে দুর্দান্ত খেলা মাহমুদুল্লাহ রিয়াদকে পেয়েছে বরিশাল বুলস। এদিকে বিদেশী সেরা ৬ খেলোয়াড়ের মধ্যে শহীদ আফ্রিদিকে পেয়েছে সিলেট, সাঙ্গাকারাকে পেয়েছে ঢাকা, বরিশালে গেইল, চিটাগাংয়ে মোহাম্মদ আমির, রংপুরে দিলশান এবং কুমিল্লা পেয়েছে সুনিল নারিনকে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর হোটেল রেডিসনে অনুষ্ঠানের উদ্বোধন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। সবার শেষে আইকন খেলোয়াড়দের লটারি অনুষ্ঠিত হয়।
কোন খেলোয়াড় কোন দলে খেলছে:
ঢাকা ডায়নামাইটস: মুস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোসাদ্দেক হোসেন, শামসুর রহমান, সৈকত আলী, ফরহাদ রেজা, নাবিল সামাদ, আবুল হাসান, ইরফান শুক্কুর, সোহেল খান (পাকিস্তান), ডেভিড মালান (ইংল্যান্ড), শাহজিব হাসান (পাকিস্তান)।
কোন খেলোয়াড় কোন দলে খেলছে:
ঢাকা ডায়নামাইটস: মুস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোসাদ্দেক হোসেন, শামসুর রহমান, সৈকত আলী, ফরহাদ রেজা, নাবিল সামাদ, আবুল হাসান, ইরফান শুক্কুর, সোহেল খান (পাকিস্তান), ডেভিড মালান (ইংল্যান্ড), শাহজিব হাসান (পাকিস্তান)।
সিলেট সুপারস্টার্স:
রুবেল হোসেন, মুমিনুল হক, আব্দুর রাজ্জাক, নুরুল হাসান সোহান, মোহাম্মদ
শহীদ, নাজমুল ইসলাম অপু, জুনায়েদ সিদ্দিক, নাজমুল হোসেন মিলন, আবু সায়েম,
ক্রিস জর্ডান (ইংল্যান্ড), জশুয়া কব (ইংল্যান্ড), সোহেল তানভীর
(পাকিস্তান)।
চিটাগং ভাইকিংস: নাফিস ইকবাল, এনামুল হক, তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, ইলিয়াস সানি, নাঈম ইসলাম, এনামুল হক জুনিয়র, ইয়াসির আলী চৌধুরী, শফিউল ইসলাম, আসিফ আহমেদ, রবিন পিটারসন (দক্ষিণ আফ্রিকা), জিবন মেন্ডিস (শ্রীলঙ্কা), সাঈদ আজমল (পাকিস্তান)।
চিটাগং ভাইকিংস: নাফিস ইকবাল, এনামুল হক, তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, ইলিয়াস সানি, নাঈম ইসলাম, এনামুল হক জুনিয়র, ইয়াসির আলী চৌধুরী, শফিউল ইসলাম, আসিফ আহমেদ, রবিন পিটারসন (দক্ষিণ আফ্রিকা), জিবন মেন্ডিস (শ্রীলঙ্কা), সাঈদ আজমল (পাকিস্তান)।
বরিশাল বুলস: সাব্বির রহমান, আল আমিন হোসেন, সোহাগ গাজী, তাইজুল ইসলাম, শাহরিয়ার নাফীস, মেহেদি মারুফ, নাদিফ চৌধুরী, রনি তালুকদার, মোহাম্মদ শরিফউল্লাহ, সাজেদুল ইসলাম, সেকুগে প্রসন্ন (শ্রীলঙ্কা), মোহাম্মদ সামি (পাকিস্তান), ইমাদ ওয়াসিম (পাকিস্তান)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস, ইমরুল কায়েস, শুভাগত হোম চৌধুরী, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম, আরিফুল হক, মাহমুদুল হাসান, নাঈম ইসলাম জুনিয়র, আবু হায়দার, ধীমান ঘোষ, ড্যারেন স্টিভেন্স (ইংল্যান্ড), নুয়ান কুলাসেকারা (শ্রীলঙ্কা), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), লাহিরু থিরিমান্নে (শ্রীলঙ্কা)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস, ইমরুল কায়েস, শুভাগত হোম চৌধুরী, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম, আরিফুল হক, মাহমুদুল হাসান, নাঈম ইসলাম জুনিয়র, আবু হায়দার, ধীমান ঘোষ, ড্যারেন স্টিভেন্স (ইংল্যান্ড), নুয়ান কুলাসেকারা (শ্রীলঙ্কা), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), লাহিরু থিরিমান্নে (শ্রীলঙ্কা)।
রংপুর রাইডার্স:
সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, সাকলাইন সজীব, জহুরুল ইসলাম,
আবু জায়েদ চৌধুরী, মুরাদ খান, রাসেল আল মামুন, সচিত্রা সেনানায়েকে
(শ্রীলঙ্কা), মুক্তার আলী (পাকিস্তান), মোহাম্মদ নবি (আফগানিস্তান), ওয়াহাব
রিয়াজ (পাকিস্তান)।
বিদেশী এবং দেশী শিল্পীদের অংশগ্রহণে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়েই ২০ নভেম্বর পর্দা উঠবে (বিপিএলের। খেলা মাঠে গড়াবে ২২ নভেম্বর। ১৫ ডিসেম্বর হবে ফাইনাল।
