এম শাহবান রশীদ চৌধুরী: মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুনামপুর এলাকায় অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(২১অক্টোবর)বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, বিকেলে সুনামপুর এলাকার বাদবাজার খেয়াঘাটের পাশে অজ্ঞাত পরিচয় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। তিনি বলেন, নিহত ওই নারীর বয়স অনুমানিক ৩২ বছর হবে, তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
