আমিন জাহানঃ আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডারের শীর্ষ স্থান ধরে রেখেছেন সাকিব আল-হাসান। সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে ৩৯৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন বাংলাদেশের সাবেক এ অধিনায়ক। সাকিবের ঠিক পরেই রয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। তবে রেটিং পয়েন্টে সাকিবের চেয়ে অনেক পিছনে আছেন এ পাক অলরাউন্ডার। তার রেটিং পয়েন্ট ৩১৫। এদিকে ব্যাটিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। তার রেটিং পয়েন্ট ৮৫৪। ৮৪৫ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বোলার স্যামুয়েল বাদ্রি ৭৮২ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বোলারদের শীর্ষে রয়েছেন।
